
মোহাম্মদ ইসমাইল | শনিবার, ০৮ জুন ২০২৪ | প্রিন্ট
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোজাম্মেল হক, সহকারি পরিদর্শক আবুল বশর, আবু তাহের সঙ্গীয় টিম ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নের শরিফপুর গ্রামের প্রফুল্ল মজুমদারের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় মন মহন মজুমদারের ছেলে শংকর চন্দ্র মজুমদারের বসত করে তল্লাশি চালিয়ে ৬৬ পিস ইয়াবা ও ৫শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে মাদককারবারি শংকর চন্দ্র মজুমদার (৪৩)কে আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক আবু তাহের বাদী হয়ে ফুলগাজী মডেল থানা মাদক আইনে একটি মামলা দায়ের করে।
আটক কৃত শংকর চন্দ্র মজুমদারকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মো: বেলাল হোসেন জানান মাদক নিয়ন্ত্রণে জেলা ব্যাপি মাদক বিরোধী অভিযান চালানো হবে।
Posted ৫:১৪ অপরাহ্ণ | শনিবার, ০৮ জুন ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।