মোহাম্মদ ইসমাইল, | শনিবার, ১১ মে ২০২৪ | প্রিন্ট
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর চতুর্থ ধাপে ফেনীর ছাগলনাইয়ায় চেয়ারম্যান পদে ৬ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১ জন, মহিলা ভাইস চেয়ারম্যানর ২ জন , মোট ৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন-ফেনী জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার, উপজেলা জাসদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হাই, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট এ,এস,এম সহিদ উল্লাহ মজুমদার, মেহেদী হাসান, সাংবাদিক কাজী জায়েদ মোহাম্মদ গোলাম ফারুক ও সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ আবদুল হালিম।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১ জনই মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তিনি হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা ও নাছিমা আক্তার। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৯ মে, মনোনয়ন যাচাই-বাছাই হবে ১২ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২০ মে। নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ জুন।
Posted ৬:২১ অপরাহ্ণ | শনিবার, ১১ মে ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।