রবিবার ২০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

ফেনীতে  এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১৩১৮ জন

মোহাম্মমদ ইসমাইল,    |   রবিবার, ১২ মে ২০২৪   |   প্রিন্ট

ফেনীতে  এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১৩১৮ জন

সারাদেশের ন্যায় ফেনী জেলার ৬টি উপজেলার এসএসসি, দাখিল ও ভোকেশনালের ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে মোট জিপিএ ৫ পেয়েছেন ১৩১৮ জন।

রোববার (১২ মে ) দুপুরে এসএস‌সি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে স্কুলের এ রকম ধারাবা‌হিক ফলাফলে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন।

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৭ হাজার ২০৮ জন অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছেন ১৩ হাজার ৩৬২ জন। জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ১১৫০ জন। পাশের হার ৭৭.৬৫%। চারটি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাশ করেছে।

এদিকে, দাখিল পরীক্ষায় ৫ হাজার ৫৬৮ জন অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছেন ৩ হাজার ৯৭৪ জন। জিপিএ ৫ পেয়েছেন ১৪০ জন। পাশের হার ৭১.৩৭%।

অপরদিকে, ভোকেশনাল পরীক্ষায় ১ হাজার ১২০ জন অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছেন ৯৭৩ জন। জিপিএ ৫ পেয়েছেন ২৮ জন। পাশের হার ৮৬.৮৮%।

অন্যদিকে, প্রতিবারের মতো এবারো এসএসসি পরীক্ষায় ফলাফলে শীর্ষস্থান ধরে রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এ কলেজ থেকে ৬২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ ৫ অর্জন করেছেন। এর মধ্যে ৬১ জন বিজ্ঞান বিভাগ ও একজন মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।

ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল হক (গ্রুপ ক্যাপ্টেন) ফলাফলের তথ্য নিশ্চিত করে জানান, সেনাসদরের দিক নির্দেশনা, প্রশিক্ষিত শিক্ষকমন্ডলীর আন্তরিক পাঠদান, বর্ষপঞ্জি অনুযায়ী পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রদান ও সুশৃঙ্খল পরিবেশ ভালো ফলাফল অর্জনে ভূমিকা রেখেছে। ক্যাডেটদের প্রচেষ্টা ও অভিভাবকদের অনুপ্রেরণা ভালো ফলাফল অর্জনে যথেষ্ট গুরুত্ব বহন করে।

ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ জানান, স্কুল থেকে ১৬৬ জন জিপিএ ৫ পেয়েছেন। পাশের হার ৯৯.২৪। ২৬৬ জন পরীক্ষায় অংশ নিয়ে দুই শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তার জানান, জেলার সার্বিক ফলাফল সন্তোষজনক। এই ফলাফলের জন্য সব পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন।

Facebook Comments Box

Posted ৫:৫২ অপরাহ্ণ | রবিবার, ১২ মে ২০২৪

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins