মো: সানাউল্লাহ স্বপন, গাজীপুর প্রতিনিধি ঃ | বুধবার, ২১ এপ্রিল ২০২১ | পড়া হয়েছে 293 বার
গাজীপুরের পূবাইলে দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতেগোপন সংবাদের ভিত্তিতে নিমতলী ব্রিজ এলাকা থেকে তাদের আটক করেপূবাইল থানার উপ পরিদর্শক(এসআই) শুভ মন্ডল ও জামিল উদ্দিন (রাশেদ) আটককৃতরা হলেন, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পারকুলাপুর গ্রামের নুরুল হুদার স্ত্রী শাবানা(৩২) ও জয়পুর হাট জেলার পাঁচবিবি থানার দরগাপাড়া গ্রামের মৃত আরমানের স্ত্রী নুপুর বেগম(৩৫)। উল্লেখ্য থাকে যেআসামীদুইজনএকসাথেটঙ্গী পশ্চিম থানাধীন সুরতড়ঙ্গ রোডে মঞ্জু সরকার এর বাড়ীর ৪র্থ তলায় ভাড়া থাকে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই নারীকে আটক করে পুলিশ। তাদের ব্যাগ তল্লাশী করে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে ওই রাতেই টঙ্গীর পশ্চিম থানাধিন একটি ভবনের কক্ষ থেকে ১৪পিস ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় ওই কক্ষ থেকে আরো বিশ পিস খালি ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়। পূবাইল থানার (ওসি) নাজমুল হক ভূইয়া জানান যে দুইনারীকে মাদকমামলা দিয়ে গাজীপুর কোর্ট এ প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৩:১৩ অপরাহ্ণ | বুধবার, ২১ এপ্রিল ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel