আবু নাঈম | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঁইয়া এ-র দিকনির্দেশনায় ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে সেকেন্ড অফিসার মোঃ মেহেদী হাসান সুমনের সহযোগিতায় এস আই মোস্তাক আহমেদ, এস আই বকুল সাহা, এস আই জিয়াউর রহমান জিয়া,এ এস আই শহিদুল ইসলাম, এএস আই আলমগীর হোসেন সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ফুলপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ফুলপুর থানার মামলা নং ১০(০৬)০৬, ধারা- ৩৩২/৩৪ পেনাল কোড পুলিশ এ্যাসাল্ট মামলার আসামী ১আবুল কালাম আজাদ ২ মনজুরুল হক ৩ ফেরদৌসী বেগম রেনু ৪লুৎফন্নাহার বেগম সর্ব পিতা আব্দুর রাজ্জাক মাস্টার, সর্বসাং- নগরবেড়া, থানা- ফুলপুর, জেলা- ময়মনসিংহ আসামি দের বসত ঘর হইতে গ্রেফতার করা হয়।
প্রকাশ থাকে যে গ্রেফতারকৃত প্রত্যেক আসামি ০১ (এক) বছর করিয়া সশ্রম কারাদণ্ডে দন্ডিত । ৫। নূর মোহাম্মদ পিতা মৃত জসিম উদ্দিন সাং- হরিরামপুর, থানা- ফুলপুর, জেলা- ময়মনসিংহ, পারিবারিক আইনে ০৩ মাসের সাজা প্রাপ্ত। ৬। নূর মোহাম্মদ পিতা মৃত ছৈমদ্দিন,সাং- রামসোনা,থানা-ফুলপুর,জেলা- ময়মনসিংহ। ৭। আবুল কাশেম কে ৪০০ (চারশত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে নিয়মিত মামলা রুজু করা হয়। সর্ব মোট ০৭ জন
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান বলেন আসামি দের কে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Posted ৪:০১ অপরাহ্ণ | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।