| সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
ফিরে এসো পিতা
এম. সাইফুদ্দিন খোকন
হে পিতা, তুমি চলে গেলে
কারবালা পীড়িত সুর্য্যাস্তের মতো-
ধ্বংস্বস্তুপে আটকে থাকা অন্ধকার সন্ধা রেখে,
বিপ্লবের বারুদ তাপ নিভিয়ে দিয়ে
দৌদুল্য উত্তাল সমুদ্র যাত্রা থমকে দিয়ে
স্বপ্নের সবুজ প্রলেপ বিমর্ষ আভায় ছেয়ে
তুমি চলে গেলে !
তুমি নেই- তোমার রাষ্ট্রের শরীরে আজ
থোক থোক ঘা
অনিরাময়ের মতো বেড়ে উঠেছে,
ঝোপঝাপ, সাপখোপ আর লতাগুল্মে
বেড়ে উঠেছে মন্রানালয় মহল্লা,
পবিত্র বিচারালয়, গর্বের সেনা ছাউনি, আর মহামান্য সংসদ।
প্রাসাদ থেকে পল্লী —
রাষ্ট্রের নামীদামী সম্পদগুলো লুটেরাদের বাপদাদার সম্পদ হয়ে গেছে,
দখল হলে গেছে শৌচাগার থেকে শোয়ার ঘর।
হে পিতা, আজ এ মাটির এক পাল সন্তানেরা বাটোয়ারায় ব্যস্ত,
এদিকের একপাল মসকার মতো
চাটুকারী আর তৈলমর্দনে মহাপারঙ্গম,
বন্দুক আর বারুদের দখলে একদল
চোখ রাখানো আর শক্তির মহড়ায়
অবৈধ্য অধ্যাদেশের পর অধ্যাদেশ জারি করে
বেঢপ, স্থুল আর কলংকিত করেছে
আমাদের রক্তরচিত প্রবিত্র সংবিধান।
সেদিকের একপাল
বিচার আর অবিচারের কারসাজিতে
কলম হাতে প্যাচে প্যাচে ভরে ফেলেছে
আইনের সরল ভাষাগুলো
তাঁরা নিরপেক্ষ আলখেল্লায় জ্ঞানের রহস্যবৃত খেলায় মত্ত,
আরেক পাল মানব সেবায় ব্রতী হয়েও
লোভে আর আত্মোন্নয়েনে নিমজ্জিত,
আর এদিকের একপাল-
তোমার রাজনৈতিক উত্তরসুরী সন্তানেরা
শুধু তোমার গলা ভাঙ্গানোর চেষ্টায় স্পন্দিত।
আজ তুমি হয়তো হাসতে, হেসে তাদের
কি উপমা দিতে আমরা জানিনা!!!!
আজ এ হতাশাক্লান্ত সময়ে
পিতা, তুমি নেমে এসো–
প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান
যে আসমানেই থাক তুমি নেমে এসো,
চাঁদের গলে পড়া জোঁসনায় ভর করে তুমি নেমে এসো
ঠিকরে পড়া তাঁরার ক্ষীন রশ্মি হয়ে তুমি ফিরে এসো
বৃষ্টি আর বাতাসের অপুর্ব মিলন ক্ষণে তুমি নেমে এসো
ভূমি কাপনে ধ্বংস পীড়ার আগেই তুমি ফিরে এসো,
পৃথিবী ধুয়ে নিশ্চিন্হ হওয়ার পূর্বেই
ভর করো বাংগালীর মস্তিকে আবারও
জাতির চেতনায় দিয়াশলায়ের মতো ফসকে জ্বলে উঠো
দংশিত জাতির বিষাক্ত রক্ত নিংড়ে নিয়ে যাও
ফিরিয়ে দিয়ে যাও আমাদের সরল সভ্যতা।
একবার দেখে যাও পিতা,
দেখে যাও স্বদেশের রক্তউদগীরিত সবুজের
মলিন ছায়াটে দশা,
দেখে যাও বাংগালী শাবকদের
নানা কৃর্তি আর অপকৃর্তি,
চক্রান্তের ঘূর্নী বলয়ে ক্রমেই বেড়ে উঠা
তোমার সোনার বাংলা।
পিতা তুমি ফিরে এসো,
ওভাবে তুমি যাবে, তা চাইনা-
এই দেখ, আজও রক্তপথের বিদায়ে
কালো কুখ্যাত শকুনে
ভরে উঠেছে বাংলার বুক সেই থেকে –
মানুষ মুখোশী পিচাশ গুলো
রক্তের গন্ধে, লোভে এখনও ছুটে আসে,
মীরজাফর আর ঘষেটি বেগমের উত্তরসুরীরা
ক্ষমতার কেদারায় বসতে চায়
কুন্ডলী পাকিয়ে ফনাতুলে।
তুমি ফিরে এসো পিতা
ফের এ বাংলায়,
চক্রান্তের ঘূণেকাটা আর অনিয়মের আবর্তে নির্জীব
এ সোনার বাংলা শুদ্ধ করে
তুমি ফিরে যেও পিতা…
তোমায় বিদায় জানাবো আবার নতুন সম্ভাষনে
মোড়ে মোড়ে ফুলের বেদীতে হবে শোকের মাতম
বাংলার সাথে স্বর্গের পথ মিলিয়ে দেব…
মঙ্গল দ্বীপের মায়াবী আলোয়
তোমার ফের মহা প্রয়াণ হবে
আনন্দের দীর্ঘ গর্ভের শোভাযাত্রা—
Posted ৩:১৪ অপরাহ্ণ | সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।