আবু নাঈম | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
বালিয়া ইউনিয়নের উত্তরকান্দা গ্রামের ফইজ উদ্দিন ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ফইজ উদ্দিন উত্তরকান্দা গ্রামের মৃত তাহির উদ্দিনের পুত্র।
আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্স ইন্তেকাল করেন তিনি।
উঠানে প্রস্তুত মসজিদের বিদায়ের ঘাটিয়া বাড়ির ভিতর বাহিরে স্বজনদের বুকফাটা আহাজারি,সাড়ে তিন হাত মাইটা ঘরের অন্তিম যাত্রা সাজাতে কাফনের মাপজোক ঝাড়ের বাঁশ কাঁটা আর বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত শোকার্ত পরিবার ও পাড়াপড়শি।
স্বার্থের টানে মায়ের চলে যাওয়া আর বাবার চলে যাওয়া চিরতরে,৭ বছরের চির এতিম ফারিয়াকে দেখার জগতে আর কেউ রইলো না মাছুম ফারিয়ার বাবা হারানোর আহাজারিতে নয়নের কূলে মূর্ছা যায় উপস্থিত সকলের।
ফইজ উদ্দিন দীর্ঘদিন যাবত জীবিকার তাগিদে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর এলাকায় বসবাস করতো।মৃতকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর,ডিভোর্সি ফইজ উদ্দিন ৭ বছর বয়সী এক কন্যা সন্তান ফারিয়াকে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের জানাজার নামাজ আজ বাদ জুম্মা মরহুমের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি আল্লাহ উনাকে বেহেস্তের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন।
Posted ২:২৮ অপরাহ্ণ | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।