বৃহস্পতিবার ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

>>

ফরিদপুর বাসীর সুখ-দুঃখের সাথী হয়ে কাটিয়ে  দিলন দুইটি বছর পুলিশ সুপার (মোঃআলীমুজ্জামান)

মোঃমাহফুজুর রহমান বিপ্লব,ফরিদপুর প্রতিনিধি।   |   মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১   |   প্রিন্ট

ফরিদপুর বাসীর সুখ-দুঃখের সাথী হয়ে কাটিয়ে  দিলন দুইটি বছর পুলিশ সুপার (মোঃআলীমুজ্জামান)

ফরিদপুর বাসীর সুখ-দুঃখের সাথী হয়ে কাটিয়ে  দিলন দুইটি বছর পুলিশ সুপার (মোঃআলীমুজ্জামান)


পুলিশ প্রশাসন জনগনের বন্ধু, তারি প্রমান দেখলো ফরিদপুর বাসী, একজন সত,সাহসী,দানবীর, বীর সৈনিক, ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মোঃ আলীমুজ্জামান (বিপিএম, সেবা), নিজের পোশাকের মর্যদা ধরে রেখে দুইটি বছরের মাধ্যমে ফরিদপুর বাসীর মনের ভিতর জায়গা করে নিয়েছে।জানা যায়, গত ২০১৯ সালের ২৫ জুলাই ফরিদপুরে জেলায়  যোগদান করেন এই বীর সৈনিক। সেই হিসেবে ২০২১ সালের ২৫ জুলাই তাঁর দুই বছর পূর্ণ করলেন এই জেলার পুলিশ সুপার হিসেবে। আর এই দুইটি বছরে অনেক চ্যালেঞ্জের মোবাবেলার মাধ্যমে পরির্বতন করে দেন ফরিদপুরের চিত্র।তাঁরএ দুই বছরের পূর্তিতে তাঁর অফিস কক্ষে তাঁকে ফুলের শুভেচ্ছা জানান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ হেলালউদ্দিন ভূইয়া ও সিনিয়র ট্রাফিক ইন্সেপেক্টর মো. তুহিন লস্করসহ পুলিশের কর্মকর্তারা। এসময় তাঁরা পুলিশ সুপারের দুই বছরের তাঁর নেয়া বিভিন্ন কাজের প্রশংসা করেন। তাঁরা জানান, এমন ভালো একজন সৎ পুলিশ সুপার কর্মক্ষেত্রে ভাগ্যগুণে পাওয়া যায়।এক সময় দেখা যেত,ফরিদপুরের অসহায় মানুষপুলিশের চেয়ে নেতাদের প্রতি বেশি নির্ভরশীল হত।বর্তমান প্রতিটি সাধারণ মানুষ তার দ্বারপ্রান্তে  গিয়ে নির্ভয়ে তাদের মনের কথা বলতে পারেন।এবং দিন রাত একাকার করে অসহায় মানুষের কথা শোনার জন্য অফিসে থাকেন।ও ধৈর্য্য ধরে তিনি তাঁদের কথা শোনেন এবং সাধ্যমত সাহায্য সহযোগিতা করে থাকেন। অনেক ক্ষেত্রে তাঁর বেতনের টাকা দিয়ে মানুষের পাঁশে গিয়ে দাড়াঁন।তাঁর প্রচেষ্টায় করোনার শুরু থেকে তাঁর নেতৃত্বে ফরিদপুর জেলা পুলিশ করোনায় মৃত ব্যক্তির দাফন, সৎকার, ফ্রি অক্সিজেন সেবা, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রদান, লকডাউন নিশ্চিতসহ নানা কাজে ফরিদপুর জেলা পুলিশ এখন একটি উদাহরণ সারা দেশে। এছাড়া তাঁর নেয়া আরো বিভিন্ন উদ্যোগ দেশের বিভিন্ন জায়গায় ব্যবহৃত হচ্ছে মডেল হিসেবে।দুই বছরের পরিবর্তন : রাজনৈতিক, সামাজিক ও করোনা সময়ে তিনি এই জেলার পুলিশ সুপার হিসেবে অনেক কিছু দিয়েছেন জেলার বাসিন্দাদের। তাঁর সময়ে তিনি প্রতিটি মানুষের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছেন। অসহায় মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গায় রয়েছেন তিনি। তাঁর সময়ে সাধারণ মানুষ যে ভরসা পেয়েছেন তা হয়তো এর আগে তেমন করে কেও দিতে পারেনি।জেলার বাসিন্দাদের নিরাপদ একটি রাত-দিন উপহার দিয়ে চলছেন ফরিদপুরের জনবান্ধব পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান(বিপিএম, সেবা)। তাঁর ভূমিকার কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে মানুষের মনের গহীণে।
Facebook Comments Box

Posted ১:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins