মোঃমাহফুজুর রহমান বিপ্লব,ফরিদপুর সংবাদদাতা | শনিবার, ২২ মে ২০২১ | প্রিন্ট
ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ কমপ্লেক্স এর ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। ২২ মে শনিবার বেলা সাড়ে ১১টার সময় কোতয়ালী থানার পাশে আধুুনিক সুবিধা সম্মত তিন তলা বিশিষ্ট পুলিশ কমপ্লেক্স এর ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম (সেবা)। এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ তরিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শামীম হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতয়ালী থানার অফিসার ইনর্চাজ এম এ জলিল, ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর, উপ-পরিদর্শক বেলাল হোসেন, ইন্সপেক্টর (অপারেশন) গাফফার হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ খায়ের সহ পুলিশের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। উল্লেখ্য, কোতয়ালী থানার পাশে আধুুনিক সুবিধা সম্মত তিন তলা বিশিষ্ট পুলিশ কমপ্লেক্স তৈরিতে খরচ হবে প্রায় দুই কোটি ষাট লাখ টাকা। যাতে ব্যাংক, বীমা, চাইনিজ রেস্টুরেন্ট, গ্রোসারী শপ সহ বিভিন্ন দোকান থাকবে।
Posted ১০:১১ অপরাহ্ণ | শনিবার, ২২ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।