
রাইসুল ইসলাম রুবেল, ফরিদপুর : | সোমবার, ০২ জুন ২০২৫ | প্রিন্ট
ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদের পরিবারের মধ্যে সঞ্চয়পত্র বিতরণ ও বেসামরিক প্রশাসনের চাকুরিরত অবস্থায় কোন সরকারি কর্মচারীর মৃত্যুবরণ অথবা আহত হয়ে স্থায়ী অক্ষমতা জনিত কারণে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা বারোটায় ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী, সহকারী কমিশনার , এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তন্ময় ইসলাম,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সোহেল রানা, মুখপাত্র কাজী জেবা তাসিন, বেসামরিক প্রশাসনের চাকুরিরত অবস্থায় নিহত অথবা আহত পরিবারের সদস্য রুনা লায়লা,ইভা খানম,প্রতিমা রানী কুন্ডু,সুবল কুমার সাহা, পিয়ারী খাতুন, জাকেরা হোসনাইন,রোকেয়া বেগম, শিরিনা পারভীন,শেফালী শীল, কাজী এনামুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সদস্য মেঘলা বেগম, সুমাইয়া, রাজু, আবুল হাসান। এছাড়া বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন ” জুলাই গণঅভ্যুত্থানে যারা আন্দোলন করেছে তারা কেউ যেন সুবিধা বঞ্চিত না হয় সে ব্যাপারে সরকার কাজ করছে। জুলাই গণঅভ্যুত্থানে ফরিদপুরের যারা নিহত হয়েছে ফরিদপুর জেলা প্রশাসন সর্বদা তাদের পাশে থাকবে এবং তাদের যেকোনো সাহায্য সহযোগিতা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রদান করা হবে।
Posted ৬:২৯ অপরাহ্ণ | সোমবার, ০২ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।