ফরিদপুর প্রতিনিধিঃ মোঃমাহফুজুর রহমান বিপ্লব, | বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১ | পড়া হয়েছে 143 বার
ফরিদপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনূর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল শুরু
ফরিদপুর শহরের শেখ জামাল স্টেডিয়াম এ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট আজ সকাল থেকে শুরু হয়েছে।প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক অতুল সরকার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দীপক কুমার রায়। এ সময় জেলা ক্রীড়া অফিসার শাহিন সুলতান রাজা, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন সহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ প্রতিযোগিতার আয়োজন এ দায়িত্ব রয়েছে ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস।এদিকে প্রতিযোগিতার প্রথম ম্যাচে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট সদরপুর উপজেলা অনূর্ধ্ব ১৭ দল ২/০ গোলে বোয়ালমারী উপজেলা কে অন্যদিকে ফরিদপুরের প্রথম খেলায় ফরিদপুর জেলা দল ৬/০ গলে আলফাডাঙ্গা উপজেলা কে পরাজিত করে শুভ সূচনা করেন।
বাংলাদেশ সময়: ৬:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel