মোঃমাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর প্রতনিধি। | শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
ফরিদপুর লেখক পরিষদের উদ্যোগে কবি-সাহিত্যিকদের সম্মেলন ২০২২ আজ শুক্রবার অনুষ্ঠিত হয়। ফরিদপুর লেখক পরিষদের উদ্যোগে এ উপলক্ষে শহরের পিটিআই তে বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিন শেখ রচিত উপন্যাস আমারে জ্যান্ত কবর দাও ও ছড়াগ্রন্থ ,সোনার দেশের সোনারা ,এর প্রকাশনা উৎসব শুক্রবার বিকেলে শহরের পি টি আই তে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এসএম মজিবুর রহমান বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এম, এ সামাদ সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল ফয়েজ শাহনেওয়াজ ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ (সাবেক সাঃ সম্পাঃ) খেলাঘর,ঢাকা, পুথি সম্রাট জালাল খান ইউসুফী,সিলেট সহ অন্যান্য জেলার কবি সাহিত্যিক বৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন বইপড়া থেকে মানুষের আগ্রহ কমে গেছে তার কারণ কবি সাহ্যিতিকরা মানসম্মত কবিতা ও গ্রন্থ লিখেন না। তরুনরা যাতে বেশি বেশি বই পড়ে তার জন্য অভিভাবকদের সচেতন হতে হবে এবং বই পড়তে তরুনদের উৎসাহিত করতে হবে। এর আগে সকালে কবিতা পাঠ, অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফরিদপুর লেখক পরিষদের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন মোল্লা। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
Posted ৪:০৭ অপরাহ্ণ | শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।