মোঃমাহফুজুর রহমান বিপ্লব,ফরিদপুর জেলা প্রতিনিধি | শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক পাঠাগার আয়োজিত ফরিদপুর শহর তলীর তালতলা মাঠে অনুষ্ঠিত মরহুম হাসিবুল হাসান লাভলু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। খেলায় চ্যাম্পিয়ন হয়েছে নতুন ডাংগি জুনিয়র বয়েজ ক্লাব। রানার্সআপ হয়েছে চর কৃষ্ণপুর এর অগ্নিবীণা ফুটবল ক্লাব । খেলায় জয় পরাজয় নির্ধারিত হয় টাইব্রেকার এর মাধ্যমে। চ্যাম্পিয়ন দল তার প্রতিপক্ষ দলকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এদিন মাঠে হাজার হাজার মানুষ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। নির্ধারিত সময়ের আগে থেকেই অনেক দর্শক কে মাঠে উপস্থিত থাকতে দেখা যায়। এছাড়া ব্যান্ডপার্টি সহ বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র নিয়ে মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দিতে দেখা যায়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মরহুম হাসিবুল হাসান লাভলু এর সহধর্মিনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝরনা হাসান, এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাহিদ বেপারী, সদস্য আবু নাইম, উপদপ্তর সম্পাদক সৈয়দ সোহেল রেজা বিপ্লব, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও মরহুমের পুত্র শরিফুল হাসান প্লাবন, এবং প্রলয়, গোবিন্দ চন্দ্র সাহা প্রমুখ। এ সময় স্থানীয় এলাকাবাসী ছাড়াও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির সভাপতি রবিউল ইসলাম। এতে চ্যাম্পিয়ন দল কে ৩০০০০ হাজার টাকা ও ট্রফি এবং রানারআপ দলকে ২০০০০ টাকা ও ট্রফি প্রদান করা হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাসেল । এবং ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন রুবেল। গুরুত্বপূর্ণ এ খেলাটি পরিচালনা করেন রেফারি আবুল কাশেম ভোলা, মিনার বিশ্বাস, আশরাফুল ইসলাম। এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, বিশেষ অতিথি ছিলেন অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বারী, বিশিষ্ট শিক্ষাবিদ খলিলুর রহমান সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Posted ১২:৩৩ অপরাহ্ণ | শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।