মিজানুর রহমান | সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 48 বার
ফরিদপুরে বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে শরীয়তপুর ও মাদারীপুর জেলার বিএনপির প্রস্তুতি সভা শরীয়তপুরে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকাল ৫টায় শরীয়তপুর ও মাদারীপুর জেলা বিএনপির আয়োজনে শরীয়তপুরের ধানুকায় রানী মহল চত্তরে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শরীয়তপুর জেলা সাধারন সম্পাদক ও সাবেক এমপি সরদার নাসির উদ্দিন কালুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর অঞ্চল) শামা ওবায়েদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক।
এ সসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক এড. জাফর আহম্মেদ, মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহানন্দার আলী জাহান, কর্নেল ফয়সাল,শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্যা, জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মো: আবদুস সালাম সঞ্চালনায় ছিলেন, জেলা বিএনপির নেতা শাহ আবদুস সালাম। প্রস্তুতিমুলক সভায় শরীয়তপুর ও মাদারীপুর জেলা বিভিন্ন উপজেলা ও পৌরসভার সভাপতি /সাধারন সম্পাদক সহ বিভিন্ন পর্যয়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১০:১৮ অপরাহ্ণ | সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel