শুক্রবার ১১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

ফরিদপুরে ডিবির জালে অন্ত্রসহ মাদক ব্যাবসাহী আটক

 মোঃমাহফুজুর রহমান বিপ্লব,ফরিদপুর প্রতিনিধি   |   রবিবার, ১৩ মার্চ ২০২২   |   প্রিন্ট

ফরিদপুরে ডিবির জালে অন্ত্রসহ মাদক ব্যাবসাহী আটক

ফরিদপুরে ডিবির জালে অন্ত্রসহ মাদক ব্যাবসাহী আটক। গত শুক্রবার ১১/০৩/২২তারিখে পুলিশ সুপার মোঃ আলিমুজ্জানের দিক নির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জের নেতৃত্বে গোপন সংবাদের ভিক্তিতে দুপুর ১২টা সময় শহরতলী মামদপুর নিজ বসত ঘর থেকে মোঃ গোলাম মোস্তাফা (৪৬) কে আটক করে। এ সময় একটি কাঠের বাটযুক্ত সয়ংক্রিয় পিস্তল,যার ম্যাগাজিনের ভিতর ০৪(চার) রাউন্ড ৭.৬৫ কার্তুজ ভরা, একটি লোহার তৈরী দেশীয় ওয়ান শুটার গান, ০২ টি স্টীলের ছোরা, একটি লোহার তৈরি রামদা, দুইটি তলোয়ার, একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরি ছোরা, ০৮(আট) বোতল ফেন্সিডিল, মাদক বিক্রিত নগদ মোট ৭০,০০০/-(সত্তর হাজার) টাকা, একটি VIVO মোবাইল ফোন সহ গ্রেফতার করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে সে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র-শস্ত্র ও মাদকের বিষয়ে কোন সন্তোষজনক জবাব দিতে পারে নাই। আসামীকে মাদক ও মাদকের উৎসের ব্যাপারে নিবীরভাবে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে জানায় যে, উক্ত মাদক সে, তার স্ত্রী ২ নং আসামী মোসাঃ শ্যামলী রোকসানা (৪২), স্বামী-মোঃ গোলাম মোস্তফা, সাং-মামুদপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর এবং ৩ নং পলাতক আসামী মোঃ রিপন মিয়া (২৯), পিতা-মৃত আতাউর রহমান ওরফে আদেল বেপারী, সাং-মামুদপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুররা মিলে দীঘদিন মাদক তথা ফেনসিডিল বিক্রয় করে আসছে। আসামীদ্বয়ের দেয়া তথ্য মতে একই তারিখ ১৩.১০ ঘটিকার সময় কোতয়ালী থানাধীন মামুদপুর সাকিনস্থ পলাতক আসামী রিপন মিয়া এর নির্মানাধীন একতলা বিল্ডিংয়ে অভিযান পরিচালনাকালে পলাতক আসামী রিপন মিয়া পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে তার বাড়ী হতে পালিয়ে যায়। পলাতক আসামীর বসত ঘর তল্লাশী করে তার তোষকের নিচ থেকে মাদক বিক্রিত নগদ ৬০,০০০/- টাকা উদ্ধার করা হয়। ধৃত আসামীদ্বয়সহ পলাতক আসামীর বিরুদ্ধে এসআই/ মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় একটি দি আর্মস এ্যাক্ট ১৮৭৮ (সংশোধনী/২০০২)এর ১৯A/১৯(e)/১৯(f) ধারায় এবং অপরটি ২০১৮; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১৪(খ)/৪০ ধারায় এজাহার দায়ের করেন।উভয় তদন্তকারী অফিসার এসআই/মাহাবুল করিম।

Facebook Comments Box

Posted ২:১৯ অপরাহ্ণ | রবিবার, ১৩ মার্চ ২০২২

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১০ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com