মোঃমাহফুজুর রহমানবিপ্লব, ফরিদপুর প্রতিনিধি | রবিবার, ২৭ মার্চ ২০২২ | পড়া হয়েছে 124 বার
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে শেখ নাজির(৮০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬ টায় ফরিদপুর রেলওয়ে স্টেশন প্লাটফর্ম এ ঘটনা ঘটে। ঘটনার সূত্রে জানা যায়, শেখ নাজির,পিতা মৃতঃ জয়নাল শেখ, গুহ লক্ষ্মীপুর, সদর থানা, শনিবার সন্ধায় রাজবাড়ী থেকে ছেড়ে আসা ফরিদপুর রেলওয়ে স্টেশন (প্ল্যাটফর্মে) বৃদ্ধ শেখ নাজির রেল স্টেশনের রেল লাইনের পাশে বসা ছিলেন,ট্রেন চলন্ত অবস্থায় শেষের বগিতে তার মাথাটা ট্রেনের নিচে দিয়ে দেয়।এবং ঘটনাস্থলেই তিনি মারা যায়।
বাংলাদেশ সময়: ১২:২৪ অপরাহ্ণ | রবিবার, ২৭ মার্চ ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel