• শিরোনাম

    ফরিদপুরে জেলা সেচ্ছাসেবক লীগ কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত

    মোঃমাহফুজুর রহমান বিপ্লব,ফরিদপুর জেলা প্রতিনিধি | শনিবার, ০৫ জুন ২০২১ | পড়া হয়েছে 256 বার

    ফরিদপুরে জেলা সেচ্ছাসেবক লীগ কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত

    apps

    বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুর জেলা শাখার কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সকাল১১ টায় স্থানীয় টেরাকোটা চাইনিজ রেস্টুরেন্টে এই সভা হয়। সেচ্ছাসেবক লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি জনাব শওকত আলী জাহিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জনাব নুরুল ইসলাম রাজা,সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ। জনাব মেহেদী হাসান লিটু, শিশু ও পরিবার কল্যান বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ। জনাব তানভীর আক্তার শিপার, উপ- গনসংযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান হসেন রিমন, তরিকুল ইসলাম, মেহেদী চিশতী , গোলাম মোস্তফা খোকন, এটিএম জামিল তুহিন, মুরাদুজ্জামান মুরাদ, কামরুল শিকদার, এস এম ইদ্রিস বাকের, এনায়েত হোসেন, গৌড় চন্দ্র গোপি, অ্যাডভোকেট আব্দুস সামাদ, মোহাম্মদ সোহান, মিঠুন চক্রবর্তী, রেজাউল করিম, অনুষ্ঠান সঞ্চালনা করেন এটিএম জামিল তুহিন। এর আগে প্রত স্বেচ্ছাসেবক লীগ নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে নুরুল ইসলাম রাজা তার বক্তব্যে বলেন, দলীয় বিভাজন ভুলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন। যে সকল উপজেলায় সেচ্ছাসেবক লীগের কমিটি অপূর্ণ আছে সেগুলো দ্রুত পূর্ণ করার। তিনি সকল উপজেলার সেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের সমস্যাগুলো শুনেন এবং সেগুলো সমাধান করার আশ্বাস দেন। ফরিদপুর জেলা সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মাঝে যে দ্বন্দ্ব চলে আসছে সেগুলো সমাধানের আশ্বাস দেন।

    বাংলাদেশ সময়: ৮:৩৫ অপরাহ্ণ | শনিবার, ০৫ জুন ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ