
ফরিদপুর জেলা প্রতিনিধি | মঙ্গলবার, ২৯ জুন ২০২১ | প্রিন্ট
করোনা রোগীদের চিকিৎসার জন্য এবং রোগীদের আনা-নেওয়ার সুবিধার জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবার ব্যবস্থা করেছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগ। আজ বেলা ১ টায় ফরিদপুর শহরস্থ কাঠপট্টি জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে রাস্তায় ফরিদপুর শহর আওয়ামীলীগের উদ্যোগে উক্ত সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মনির হোসেনের নেতৃত্বে ফরিদপুর সদর পৌরসভার ২৭ টি ওয়ার্ড এর করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে পরিবহন সেবা দেওয়ার জন্য ০৪টি অ্যাম্বুলেন্স এর উদ্বোধন করা হয়। এসময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি মাসুদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ফরিদপুর পৌরসভার ২৭ টি ওয়ার্ড এর নাগরিকগন এ অ্যাম্বুলেন্স পরিবহনের সুবিধা পাবে বলে জানা যায় এবং তাৎক্ষণিকভাবে এ এ্যাম্বুলেন্স পরিবহনের সেবা পেতে সাধারণ জনগণকে ৯৯৯ কল দিতে বলা হয়েছে। করোনাকালীন মহামারীর ভয়াবহতা যখন চরম রূপ ধারণ করেছে তখন ফরিদপুর শহর আওয়ামীলীগের এরূপ উদ্যোগ নেওয়ার ফলে সাধারণ জনগণের মনে স্বস্তি পেয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি আস্থা ও বিশ্বাস অনেকাংশে বৃদ্ধি পেয়েছে বলে প্রতীয়মান।। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবু নাঈম, শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, আবুল বাতিন প্রমূখ
Posted ৭:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।