অনলাইন ডেস্ক | শনিবার, ১০ জুলাই ২০২১ | পড়া হয়েছে 196 বার
মো. মাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে মহামারী করোনা ভাইরাস রোধে বিভিন্ন ভাবে সেবা কার্যক্রম শুরু হয়েছে। ২৪ ঘন্টা মানুষের দ্বারপ্রান্তে এই সেবা পৌঁছে দেবে ফরিদপুর জেলা ছাত্রলীগ, ফ্রীএ্যাম্বুলেন্স সার্ভিস, হতদরিদ্র মানুষের জন্য বিনামূল্যে কাচা বাজারের ব্যবস্থা, ফরিদপুর সদর সহ সদর উপজেলা মসজিদে নামাজের পূর্বে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন,হতদরিদ্রের মাঝে খাদ্য বিতরন, এবং টেলিযোগাযোগের মাধ্যমে দ্রুত চিকিৎসার ব্যবস্থা ইত্যাদি।
এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি মো. তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দেশের ক্রান্তিলগ্নে সর্বদা নিজেদেরকে উজাড় করে দিয়ে পাশে থেকেছেন এবং সব সময় পাশে থাকবে। আমাদের এই ক্ষুদ্রতম চেষ্টায় যদি একজন মানুষের মুখে হাসি ফোটাতে পারি তার জন্য আমরা ধন্য। আমি শুধু বলতে চাই এই মহামারী করোনাভাইরাস রোধে আপনারা নিজ নিজ জায়গা থেকে নিজে সতর্ক হোন এবং অন্য অন্য কে সতর্ক করুন।
বাংলাদেশ সময়: ১২:১৩ পূর্বাহ্ণ | শনিবার, ১০ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel