মোঃমাহফুজুর রহমান বিপ্লব,ফরিদপুর প্রতিনিধি। | বুধবার, ১৬ জুন ২০২১ | প্রিন্ট
ফরিদপুরে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা দিনকে দিন বাড়ছে । গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৮৯জন রোগী। তবে এই সংখ্যার বড় একটি সংখ্যা সদর উপজেলায়। এখানে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৭০জন। জেলা শহরের বেশির ভাগ মানুষ করোনা বিধি না মানার কারনে দিনকে দিন এই উপজেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ খারাপের দিকে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে জেলা করোনা প্রতিরোধ কমিটি জরুরী মিটিং করেছে। প্রতিদিনই ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আসছে রোগী, কিন্তু চাহিদা অনুযায়ী শষ্যা না থাকায় ভর্তি নিতে পারছে না কর্তৃপক্ষ। এই হাসপাতালে আইসিইউয়ে ১৬ শস্যা থাকলেও সচল রয়েছে ১৪টি। ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়েছে ৮৯জন। জেলায় এ পর্যন্ত মহামারির এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১১ হাজার ১৭৭জন, মারা গেছে ১৮৯ ব্যক্তি। এদিকে করোনার চাপ সামলাতে জেলা প্রশাসনের তরফ থেকে নানা উদ্যোগ গ্রহন করা হয়েছে। এরই মধ্যে বাজার ও মার্কেট গুলো খোলা রাখা নিয়ে নানা পদক্ষেপ গ্রহন ছাড়াও শহরে মাইকিং করা হচ্ছে করোনা বিধি নিষেধ মানার জন্য।
Posted ৯:২১ অপরাহ্ণ | বুধবার, ১৬ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।