ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী’ প্রতিপাদ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ভাচ্যুয়াল আলোচনা সভা ও দুস্থ্ শ্রমজীবি নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
এদিন দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই ভাচ্যুয়াল সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. তাজুল ইসলামের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তারের সঞ্চালনায় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের পক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পাট কর্মকর্তা ফজলুল হক, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার ইমদাদুল হকসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শ্রমজীবি নারীরা।
পরে এ উপলক্ষে শ্রমজীবি নারীদের কে সেলাই মেশিন উপহার দেওয়া হয়।উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল বলেন,‘পৃথিবীতে যা কিছু কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই অমর বাণী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনে প্রতিফলিত হয়েছে। বাস্তবিক অর্থেই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী।’