
অনলাইন ডেস্ক | রবিবার, ০৩ জানুয়ারি ২০২১ | পড়া হয়েছে 166 বার
নবকন্ঠ ডেস্ক: ফরক্কাবাদ ডিগ্রি কলেজের মূলফটকে হামলার ঘটনায় ঢাকায় আলোচনা ও প্রতিবাদ সভা অনুিষ্ঠত হয়েেছ।
গতকাল শিনবার বিকাল ৪টায় ঢাকাস্থ চাঁদপুরের সুধীজনের এক আলোচনা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা ফরক্কাবাদ ডিগ্রি কলেজের স্থায়ী দাতা সদস্য মাওলানা শাহদাৎ হোসেনের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, সাবেক নির্বাচন কমিশনার শাহনেওয়াজ, ইঞ্জিনিয়ার আঃ রব ভূইয়া, সৈয়দ আহমেদ পাটওয়ারী, আমিনুল ইসলাম আমিন গোল্ড, আলমগীর শেখ, হারিস হাসান সাগর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কৃষিবিদ ডাঃ কমল কান্তি মজুমদার সদস্য, বাংলাদেশ কৃষকলীগ, মাহফুজুর রহমান সহকারী অধ্যাপক ঢাকা উদ্যান কলেজ, বিসিএস শিক্ষা গবেষক আশরাফুল মামুন, এস এই জাহাঙ্গীর সি এইডি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মমিন, জাকির হোসেন সহকারী ভূমি কর্মকর্তা, এছাড়া সমাজের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য উপরস্ত পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন। বক্তারা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুজিত রায় নন্দীর অসামান্য অনবদ্য প্রচেষ্টার ফলশ্রুতিতে কলেজটি প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে আখ্যায়িত করে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এবং কলেজের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সর্বদা উনার পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত প্রতিবাদ সভায় বক্তারা বক্তৃতায় ফরক্কাবাদ ডিগ্রি কলেজের মূল ফটকে হামলা ও কলেজের উন্নয়নে ধারা ব্যাহত করার চক্রান্তকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দুষ্কৃতিকারীদের অচিরেই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বাংলাদেশ সময়: ৪:১৬ অপরাহ্ণ | রবিবার, ০৩ জানুয়ারি ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel