উক্ত রুল নিস্পত্তি না হওয়া পর্যন্ত ২৭ জুন ২০২১ তারিখ হতে বাবু সুজিত রায় নন্দীর নেতৃত্বে গভর্নিং বডির যাবতীয় কর্যক্রম সাময়িক স্থগিত করেন। এ বিষয়ে গভর্নিং বডি আইনিভাবে লড়বেন বলে জানিয়েছেন।
ফরক্কাবাদ ডিগ্রি কলেজের গভর্নিং বডির এক সদস্য জানান, কমিটি অপসারণ নিয়ে যে মিথ্যা বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মহামান্য হাইকোর্টের প্রতি আমাদের শ্রদ্ধা ও অগাধ বিশ্বাস রয়েছে। সত্যের জয় অবশ্যই হবেই হবে।
তিনি বলেন, মহামান্য হাইকোর্ট এক রিট পিটিশনের পরিপেক্ষিতে ফরক্কাবাদ ডিগ্রি কলেজের গভর্নিং বডির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছেন মাত্র, বাতিল করেননি। এই রিটের নিষ্পত্তি সত্যের জয়ের মাধ্যমে হবে ইনশাআল্লাহ।