লিটন মিয়া লাকু , গাইবান্ধা | সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
প্রেসক্লাব গাইবান্ধার নব-নির্বাচিত কমিটির সভাপতি পদে খালেদ হোসেন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাভেদ হোসেন। শুক্রবার রাত ৮টার দিকে গাইবান্ধা জেলা পরিষদ হলরুমে এক সাধারণ সভায় সদস্যদের কণ্ঠ ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এর আগে, বিকাল ৩টা থেকে পরিষদ হলরুমে সাধারণ সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে নতুন সদস্য অন্তর্ভুক্তসহ বিগত কমিটির সভাপতি নেয়ামুল আহসান পামেল পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে তিনি নতুন সভাপতি ও সম্পাদকের শূন্য পদে প্রতিদ্বন্দিতার জন্য সদস্যদের আহবান করেন। পরবর্তীতে সকল সদস্যদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে কণ্ঠ ভোটের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি খালেদ হোসেনকে সভাপতি ও ঢাকাটাইমসের জেলা প্রতিনিধি জাভেদ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সম্পাদক আগামী সাত দিনের মধ্যে একটি কার্যনির্বাহী কমিটি গঠন করে সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেবেন।
Posted ১২:০৩ অপরাহ্ণ | সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।