• শিরোনাম

    প্রেম চেয়েছিলাম

    অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০ | পড়া হয়েছে 334 বার

    প্রেম চেয়েছিলাম

    apps

    ইসলাম সাইফুল:
    তোমার কাছে একটু প্রেম চেয়ে ছিলেম, তুমি বললে এ বয়সে প্রেম চাওয়া ঠিক নয়। এখন আর সময় নেই গোলাপ দেওয়ার ও নেওয়ার ।
    সময় নেই তোমার অদ্যাক্ষর দিয়ে দেওয়ালে চিকা মারার । সময় নেই নীল খামে গোলাপের পাপড়ি ভরে চিঠি লেখার । এখন আর সময় নেই বললে তুমি । তোমার ও সময় নেই প্রেম করার। ইউনিভার্সিটি নেই নেই লাইব্রেরি ওয়ার্ক । নেই রোকেয়া হলের সামনে বসে থাকার। তোমার কাছে আর প্রেম নেই আর।
    বেগ ভর্তি উলের কাটা অজস্র টিউটর এর ঠিকানা ভারি চাবির ছড়া বাজার এর হিসেব খাতা আর বাবুর টিচারের টিউটর এর টাকা । তোমার কাছে আর প্রেম নেই। ঝুল বারান্দাতে দারুন লাগে তোমাকে । কিন্তু বলেছো এ বয়সে প্রেম করতে বারণ। এখন শুধু চেয়ে চেয়ে দেখা। তোমার ও বয়স হয়েছে । হাঁটুতে নিক্যাপ পড়েছো শরীরে বাতের আড়ত । ধুম বিকেলে গা টিপে দেয় কমলা। খালাম্মা বললেই রেগে যাও আজকাল ।
    তোমার কাছে প্রেম নেই আর । যা ছিল অকাতরে দান করেছো অনেক । নাজিম মিঠু আশরাফ আর কত নাম
    সবাই নিয়েছে কিছু কিছু। স্কুলের ফ্রক থেকে কামিজের উড়নাতে ঢেকে রাখা প্রেম সবাই নিয়েছে কিছু কিছু। এখন আর নেই তেমন কিছু। এখন আর প্রেম নেই। আমার সঙ্গে ঘোরাঘুরি । গুলিস্তান থেকে টিকাটুলী । হাজির বিরিয়ানি নিরব হোটেলে খাওয়া
    তার পর ম্যাটিনি দেখা সব শেষ । যাও ছিল কিছু প্রেম তাও দিয়েছো তারে। এখন ব্যাঙ্ক শূন্য নেই নগদ টাকা ।
    তাই বললে প্রেম নেই আছে শুধু ঘৃনা । চেয়ে ছিলুম বকেয়া প্রেম দিলে শুধু ঘৃনা আর ঘৃনা। তোমার আর প্রেম নেই তুমি এখন দেউলিয়া ।।

    বাংলাদেশ সময়: ৭:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    রূপা

    ২৪ অক্টোবর ২০২০

    নায়িকা হয়েও কবি ছিলেন

    ১৩ সেপ্টেম্বর ২০২০

    ছোটগল্প (দেনা)

    ২৫ জুলাই ২০২১

    আর্কাইভ