
মোশাররফ ফরাজী | সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
প্রথমে তুমি প্রোটোপ্লাজম তারপর প্রাণী।
জড়ের মধ্যে উদ্ভূত হলো জীবনের কলতানী।
ছিলনা কোন বুদ্ধি বিবেক ছিলনা কোন শৃঙ্খলা,
মিশে ছিলে প্রাণীর মধ্যে সুপ্ত আলিঙ্গনে।
বিজ্ঞান তত্ত্বে উন্নত মস্তিষ্ক ধর্মতত্ত্বে আশরাফুল,
সকল তত্ত্বের শ্রেষ্ঠ তত্ত্ব তুমি সৃষ্টির শ্রেষ্ঠ ফুল।
ধর্মতত্ত্বের দর্শন বিজ্ঞান তত্ত্বের গান,
বীরদর্পে জয় করেছো নিজের আপন স্থান।
জয় করেছ পাহাড় পর্বত জয় করেছ সাগর,
বাধা হতে পারিনি কখনো গ্রহ-নক্ষত্র আর কৃষ্ণ গহ্বর।
কখনো গিয়েছো মঙ্গলগ্রহে কখনো পাতালপুরী,
কখনো তুমি জয় করেছ শুন্য এক নগরী।
তৈরি করেছ ব্যবিলিয়ন তৈরি করেছ বিন্ধু,
কখনো বা মহাভারত কখনো বিষাদ সিন্ধু।
যাত্রা করেছ প্রাণী থেকে মানুষের সন্ধানে,
কতনা অজানা জেনেছ তুমি জ্ঞানের অন্বেষণে।
Posted ৮:৪৫ অপরাহ্ণ | সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।