| বুধবার, ১২ জুন ২০২৪ | প্রিন্ট
একযোগে প্রশাসনের ৬ সচিবকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর মধ্যে রয়েছে স্থানীয় সরকার, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সরকারি কর্মকমিশন, ডাক ও টেলিযোগাযোগ, ভূমি আপিল বোর্ড এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের সচিব।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মশিউর রহমানকে সুরক্ষা সেবা বিভাগে বদলি করা হয়েছে। আর সুরক্ষাসেবা বিভাগের সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বদলি হয়েছেন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানকে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিমকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব), ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ কে এম শামিমুল হক ছিদ্দিকীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সচিব) ডাক ও টেলিযোগাযোগ বিভাগে বদলি করা হয়েছে।
Posted ১২:০৪ পূর্বাহ্ণ | বুধবার, ১২ জুন ২০২৪
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।