গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ | সোমবার, ২২ মে ২০২৩ | পড়া হয়েছে 25 বার
রাজশাহী বিএনপির জনসভা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
পরে পৌর শহিদ মিনার চত্তরে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডলসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দু।
বাংলাদেশ সময়: ৯:২৪ অপরাহ্ণ | সোমবার, ২২ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel