অনলাইন ডেস্ক | বুধবার, ১১ নভেম্বর ২০২০ | পড়া হয়েছে 205 বার
খন্দকার আমির হোসেন, শিবপুর : নরসিংদী-৩ শিবপুর থেকে নির্বাচিত সাবেক এমপি ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম মোল্লা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুবলীগ আজকে যুবলীগ সু সংগঠিত। যুদ্ধবিধস্ত যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে বঙ্গবন্ধুর নিদের্শে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি ১৯৭২ সালে ১১ নভেম্বর প্রতিষ্ঠা করেছিলেন যুবলীগ। বর্তমান সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠা করতে কাজ করছে যুবলীগ।
তিনি বুধবার (১১ নভেম্বর) যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে শিবপুর উপজেলা যুবলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ¦ মাহবুব আলম মোল্লা তাজুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কামালের সঞ্চালনায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্মামী, সহ সভাপতি আলহাজ¦ সামসুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: নাসির মোল্লা, ইব্রাহিম খলিল তুহিন, ফখরুল ইসলাম মিতুন, নরসিংদী শহর যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ভূঞা সোহেল প্রমুখ।
বাংলাদেশ সময়: ৭:১৫ অপরাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel