ইউসুফ আলী চৌধুরী-রাজশাহী প্রতিনিধিঃ | শনিবার, ০৩ জুলাই ২০২১ | প্রিন্ট
করোনা মহামারীতে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ নওহাটা পৌর এলাকার ৬ শো জন কর্মহীন ক্ষতিগ্রস্ত অসহায় অটো, সিএনজি ও ভ্যান চালকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শনিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮ টায় নওহাটা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন নওহাটা পৌর মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ। ত্রাণ হিসেবে প্রতিটি প্যাকেজে ছিল, চাল ৮ কেজি, লবণ ৫০০ গ্রাম, ডাউল ৫০০ গ্রাম, তেল ৫০০ হাফ লিটার। খাদ্য সহায়তা বিতরণকালে নওহাটা পৌর মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন ‘দেশে যেন কোনো মানুষ অভুক্ত না থাকে; চিকিৎসার অভাবে মারা না যায়’, তাই নওহাটা পৌরসভার বিভিন্ন স্তরের মানুষের বাড়িতে জেলা প্রশাসন ও মাননীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন এর সহযোগিতায় প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজকে নওহাটা পৌরসভার ৬ শো জন করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন অসহায় অটো, সিএনজি ও ভ্যান চালকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
তিনি আরো জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে এবং নওহাটা পৌরসভার পক্ষ থেকে এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি। তিনি আরো জানান, করোনা পরিস্থিতিতে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অক্সিজেন সিলিন্ডারের অভাব দেখা দিয়েছে। তাই পৌর এলাকায় যাদের অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন হবে, স্থানীয় কাউন্সিলরদের সাথে যোগাযোগ করবেন। তারা অক্সিজেন পৌঁছে দিবেন বলে জানান নওহাটা পৌর মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ। এসময় উপস্থিত ছিলেন, নওহাটা মহিলা ডিগ্ৰি কলেজ উপাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও হাসপাতাল উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (টেগ অফিসার) হেলাল উদ্দিন, নওহাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. দিদার হোসেন ভূলু, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আজিজুল হক, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাজিম উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোকলেছুর রহমান, নওহাটা পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নওহাটা পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।
Posted ১০:৩৭ অপরাহ্ণ | শনিবার, ০৩ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।