প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করার সরকারের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ঈদুল ফিতরের আগে মঙ্গলবার (২৬ এপ্রিল) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর করেণ। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত ঘরের চাবি প্রদান কর্মসূচি উদ্বোধন করেণ। এসময় পিরোজপুরের নাজিরপুর উপজেলায় তৃতীয় পর্যায়ে ৩০ জন উপকারভোগীদের মাঝে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় ঘরের চাবি হস্তান্তর করেণ। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রী এড,শ,ম রেজাউল করিম এমপি পিরোজপুর-১, জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোঃ সাইদুর রহমার, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান মাষ্টার অমূল্য রঞ্জন হালদার, নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ্ সাদীদ, সহকারি কমিশনার ভূমি আল-মামুন, টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন মামুন, মাটিভাঙ্গা কলেজের অধক্ষ্য আব্দুস ছালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মশিউর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু প্রমূখ। এসময় উপকারভোগীরা ঘরের চাবি ও দলিল পেয়ে আনন্দ অশ্রুসিক্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেণ।