
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বুধবার, ০৫ মার্চ ২০২৫ | প্রিন্ট
বাংলাদেশ স্বীকৃতি প্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক কর্মচারী ফোরামের এমপিও দাবীতে আজ বুধবার ১১মত দিনে অবস্থান কর্মসূচি চলছে।
গত ২৩ ফেব্রুয়ারি থেকে এই অবস্থান কর্মসূচি চলমান আছে। এই সংগঠনের সাধারণ সম্পাদক, মো: জসিম উদ্দিন সরকার জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে স্বীকৃতি প্রাপ্ত হয়ে মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী সকল শর্ত মেনে শিক্ষা প্রতিষ্ঠান গুলো পরিচালনা করে আসছি দীর্ঘ ১৮ বছর যাবত। স্বীকৃতি প্রাপ্ত হয়েছি ২০১৫ সালে এখনো এমপিও পায়নি। বিগত আওয়ামীলীগ সরকার আমাদের সাথে চরম বৈষম্যের আচরণ করেছে, আজকে সমগ্র বাংলাদেশ থেকে ২২ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীগণ অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহণ করছে। আমাদের এই দূর্বিষহ জীবন ও অনাহারে কাটাচ্ছি, আমাদের আকুল আবেদন মাননীয় প্রধান উপদেষ্টা বিদ্যালয় গুলোকে এমপিও’র সিদ্ধান্ত দিবেন এবং আমরা এরপর বাড়ীতে ফিরবো।
এ সময় শিক্ষক ফোরামের নেতা, মো: ইয়াকুব আলী, শায়লা আক্তার, মো: ফিরুজ আহম্মেদ, মোসা: রুমেলা বেগম ও আল আমিন হাওলাদার প্রমূখ উপস্থিত ছিলেন।
Posted ১০:১২ অপরাহ্ণ | বুধবার, ০৫ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।