মঙ্গলবার ৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

>>

প্রতারক চক্র এবার এডিসি নামে

 রিয়াজ উদ্দিন রায়পুর লক্ষ্মীপুর প্রতিনিধিঃ   |   শনিবার, ২৬ জুন ২০২১   |   প্রিন্ট


আজ সকাল ৮:৩০ মিঃএর দিকে লক্ষ্মীপুর রায়পুর ৪ নং সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউছুফ জালাল কিসমত কে ফোন দেয় প্রতারক চক্র ফোন করে বলে আমি ডি ডি এল জি বলছি আপনার পরিষদের ইউপি সদস্য এবং ইউপি সচিব কে বলবেন দুপুর ১টা পরিষদে উপস্থিত থাকার জন্য এডিসি স্যার সহ আমরা আসব এবং সচিব ও ইউপি সদস্যদের আমার নাম্বারটা দিবেন আমরা আপনাদের পরিষদে দুস্থদের মাঝে প্রতি ওয়ার্ডে ৪জন করে জন প্রতি ৭২০০ টাকা করে বিতরণ করব। টেলিফোন পেয়ে চেয়ারম্যান ইউপি সচিব কে ফোন দেয়, ইউপি সচিব মামুনুর রশিদ বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে জানতে পারে যে এরা এক ধরনের প্রতারক চক্র। পরে তিনি একজন ইউপি মেম্বারের সাথে বিষয়টা শেয়ার করে এবং ঔ মেম্বার প্রতারক চক্রের নাম্বার গুলো নিয়ে তাদেরকে ফোন দেয় ফোন দেওয়ার পরে প্রথমে একজন ডিডিএলজি সেজে কথা বলে । মেম্বার নানা কৌশলে তাকে বলে যে আমার এলাকায় গরীব লোকের সংখ্যা বেশি কোন কিছু কি করার আছে তখন ডিডিএলজি সেজে যেই প্রতারক কথা বলছিল সে বলে যে আপনি এডিসি স্যারের সাথে কথা বলুন তিনি একটা ব্যবস্থা করতে পারবে । তার কাছ থেকে নাম্বার নিয়ে ফোন করা হয় প্রতারক এডিসি কে সে বলে ইউপি মেম্বার দের জন্য একটা অপশন আছে এটা কেবল একজন মেম্বারকে দেয়া হবে ১৬জন গরীব লোকের টাকা তাকে দেওয়া হবে ৭২০০করে ১,১৫,২০০ টাকা এই টাকা নিয়ে ৫০/১০০ জন কে ভাগ করে দিতে পারবে অথবা নিজে নিয়ে যেতে পারবে তবে এটার জন্য একটা খরচ আছে সেটা হলো জন প্রতি ৬৫০টাকা হারে বিকাশ করতে হবে তবে বিষয় টা গোপন রাখতে হবে। কারো কাছে বলা যাবে না। তখন মেম্বার বলেন আচ্ছা ঠিক আছে আমি বলব না। কিন্তু টাকা দিব কি করে আমার এখানে বিকাশের দোকান অনেক দূর। সে বলে আপনাকে ৩০মিনিট সময় দেওয়া যাবে মেম্বার বলে আমার ১ঘন্টা লাগবে পরে প্রতারক বলে আচ্ছা আমি দেখতেছি। এই বলে ফোন রেখে দেয় ৩০মিনিট পরে মেম্বার কে একাদিক বার প্রতারকের দল ফোন করলে সে আর রিসিব করে না। এই বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল জলিলের কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা এর আগেও এরকম অনেক প্রতারক চক্রের কথা শুনেছি এবং অনেক প্রতারক চক্র কে বিভিন্ন অভিযান চালিয়ে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠিয়েছি। প্রতারক চক্র কে ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ মানুষ যাতে প্রতারিত না হয় সেজন্য আমাদের বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত আছে। রিয়াজ উদ্দিন। রায়পুর (লক্ষ্মীপুর) মোবাঃ০১৭৫৯৪২৩১৮৯ তাং ২৬/০৬/২১

Facebook Comments Box

Posted ২:২০ অপরাহ্ণ | শনিবার, ২৬ জুন ২০২১

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins