অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০ | পড়া হয়েছে 372 বার
মো. সাদেকউজ্জামান:
আধুনিকতা কেন সত্যকে লুকাচ্ছে,
গাছকে জিজ্ঞাসে জানতে পারলাম ,
দুষিত বাতাস শোষন ক্ষমতা কমে যাচ্ছে,
তার ভালো তাজা বৃষ্টি দরকার।
মেঘ বলল, আমার বাষ্পে অনেক বিষ জমেছে,
তাই বেশী বেশী হাছি আসে
প্রচন্ড কন্ঠে বজ্রপাত দেই, মাঝে মাঝে এসিড বৃষ্টি ঝড়ে।
আমার ভালো বাষ্প দরকার।
সাগর ও নদী বলল,
আমার বুকে হাজারও জঞ্জাল
প্রতি নিশ্বাসে ময়লায় সয়লাব
হাজারো ক্যামিক্যলের ভাগার,
কে করবে পরিস্কার?
জলজ বলল, আমার শক্তি কমে যাচ্ছে প্রতিক্ষন,
সূর্যের আলো আগের মতো ভালো নেই,
সূর্য বলল, উন্নয়নের ছোয়ায় আকাশ ছেয়ে যাচ্ছে,
আমার আর কি করার আছে?
পৃথিবীটা এগিয়ে যাচ্ছে,
আকাশটা ফুটো হচ্ছে,
নদী তার গতি হারাচ্ছে,
গাছ তার সবুজ হারাচ্ছে,
সূর্যটা শক্তি দিয়ে ধেয়ে আসছে,
সৈকতের কান্না কেউ শুনিনা।
বাংলাদেশ সময়: ৯:৩৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel