| শনিবার, ১৭ জুলাই ২০২১ | প্রিন্ট
(নবনীতা বণিক মুমু)
আচ্ছা,, বিরোহের নিয়ে তো অনেক হলো,
প্রেমের ঘরে ভীষন শোক,
এবার না হয় একটু প্রকৃতির জন্যই হোক।
পৃথিবী মেতেছে ক্রোধের তান্ডবে,
চারিদিকে উঠেছে মৃত্যু মিছিলের ঝড়,
মানবজাতি আবার নিঃশ্ব হবে হয়তো বহু শতাব্দী পর,
এইদিক গাছ কেটে, ওদিক নদী ভোরে, করছোতো তৈরী বিলাশ বিশাল বাড়ি ঘর,
আর কয়দিন বাচঁবে দাদা…?
এইতো সবে ডাক এসেছে,
যেতে তো হবেই একদিন
সারে তিন হাতের ঐ মাটির ঘর,
লাভ নেই, লাভ নেই, এতো অহংকার দেখিয়ে কোনো লাভ নেই।
চোখ খুললে সকাল,
না খুললেই পরকাল।
মহেন্দ্র সিং অট্টলিকায়, রঘু সিং ফুটপাতে,
তাতে কী যায় আসে …!
তৈরীতো তারা একজন কারীগরেরই হাতে।
পাখিরা হয়েছিল খাচাঁয় বন্দী, পশুদের মনে ছিল মরন সন্ধি।
তবে বস,
প্রকৃতির রূপে হঠাৎ বদল, যাকে বলে new trend…
আজ নিজেরাই হলাম ঘর বন্দী,
বিষাক্ত নিঃশ্বাসের ভয়ে নাকে গুজছি মাস্ক,
প্রতি মুহুর্তে মৃত্যু সংশয়,
মানব জাতিও হারাচ্ছে বেচেঁ থাকার সাধ,
এই হলো উপরওয়ালার পাতা প্রতিশোধের ফাঁদ।
এখনো সময় আছে মানব,
সুধরে নেন নিজেদেরকে,
দেখুন দিদি দেখুন বোন
আপনারা একটু সতর্কীত হোন।
আতঙ্ক নয় সতর্কতাই ফেরাতে পারে নতুন জীবন।
করোনা নিশ্বেষ হবেই একদিন,
মানবজাতি ফিরে পাবে প্রানসঞ্চারী শুদ্ধ পবন।
হ্যাঁ এইবার দ্বায়িত্বটা একান্তই আপনাদের, আপনারাই বোঝেন,আপনারাই করেন,
আপনাদেরই তো অনেক জ্ঞান
আমি বললে হতেই পারে so called ঘ্যান ঘ্যান।।
Posted ১১:০৮ অপরাহ্ণ | শনিবার, ১৭ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।