• শিরোনাম

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ

    এস,এম মনির হোসেন (সোনারগাঁও, নারায়ণগঞ্জ) : | রবিবার, ২৭ নভেম্বর ২০২২ | পড়া হয়েছে 92 বার

    apps

    গত ২৫ নভেম্বর ২০২২ ইং তারিখে একটি দৈনিক পত্রিকা স্বাধীন বাংলাদেশ এর প্রথম ও তৃতীয় পাতায় “সোনারগাঁয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ ” সংবাদ প্রকাশিত হয় যা মিথ্যা, বানোয়াট,ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। কাগজপত্র দেখে প্রমানিত হয় যে দেঃ মোকদ্দমা নং ১৬২৩/২০২১ বাদী মতিউর রহমান বিবাদী ১। হাবিবুর রহমান এর বিরুদ্ধে নিষেধাজ্ঞ চেয়ে মোকাম – বিজ্ঞ সিনিয়র সহকারী জজ সোনারগাঁও আদালতে আবেদন দাখিল করিলে আদালত তা নামঞ্জুর করে দেন। আদালত বলে দেন যে নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি পর্যালোচনায় বাদী নিজেই ৭ শতাংশ বিবাদিগণের পূর্ববর্তীদের নিকট বিক্রয় করিয়াছেন। এবং বিবাদীগণের পিতা মোঃ মোস্তফা নালিশা জমি খরিদ সূত্রে প্রাপ্ত হয়ে নালিশা জমির নামজারি, জমা ভাগ করে খাজনাদি প্রদানে ভোগ দখলে ছিলেন । সুতরাং সার্বিক পর্যালোচনায় বাদির প্রাইমা ফেসী কেস পরিলক্ষিত হয় না এবং সুবিধা অসুবিধার ভারসাম্য বিবাদী পক্ষের। সঙ্গত কারণে অত্র অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত না মনজুর যোগ্য মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাই প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এলাকার চেয়ারম্যান, মেম্বার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ থানা প্রশাসন এবং বিবাদী হাবিবুর রহমান।

    বাংলাদেশ সময়: ৬:৫৯ অপরাহ্ণ | রবিবার, ২৭ নভেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ