রবিবার ২৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

পোড়াদহ ইউনিয়ন বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট

পোড়াদহ ইউনিয়ন বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম বলেছেন শেখ হাসিনা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে বাকশাল কায়েম করেছিলেন। ভোটাধিকার কেড়ে নিতে গিয়ে তিনি আজীবন ক্ষমতা বিলাসী চেতনা নিয়ে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, দেশের ন্যায় বিচার আদালত, আইন-কানুন, গণমাধ্যম সবকিছু ভেঙে-চুরে তছনছ করে দিয়ে একটা একদলীয় কর্তৃত্ববাদী শাসন তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।’ হাসিনার আমলে যখনই ভোটের সময় আসতো তখনই বিএনপি’র লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে গায়েবী মামলা দিয়ে এলাকা ছাড়া ও জেলে পাঠিয়েছে।

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার ভয়ঙ্কর থাবার মধ্যেও এদেশের মানুষ তার নিজস্ব চিন্তা, নিজস্ব সংস্কৃতি, গৌরবময় অতীত এবং তার আবহমান বাংলার প্রকৃত যে আদর্শ সেটা বুকে ধারণ করেই লড়াই করেছে। এ লড়াই করেছে বলেই আমরা আজকে বিজয়ী হয়েছি। এই বিজয়কে দীর্ঘস্থায়ী করতে হলে দ্রুত নির্বাচনের বিকল্প নেই।

তিনি বলেন, ‘৫ই আগস্টের আন্দোলনের যে সফলতা, এই যে দুনিয়া কাঁপানো যে বিপ্লবের মধ্য দিয়ে ৫ই আগস্ট সমাহিত হল-এখানে শুধু একটি রাজনৈতিক দল বা ফ্যাসিস্টের পতন নয়, এটা ছিল আমাদের পদদলিত করে রাখার যে সাংস্কৃতিক, অর্থনৈতিক ও আধিপত্যবাদী যে চক্রান্ত-সেটার বিরুদ্ধেও কিন্তু এই লড়াইয়ে বিজয়ী হওয়া। শুধু হাসিনার পতন নয়, আমরা সমস্ত দিক থেকে বিজয়ী হয়েছি এটার মধ্য দিয়ে।’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার বিকেলে পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে খন্দকার ওমর ফারুক কুদ্দুসকে সভাপতি, মেহেদী হাসান পলাশ সাধারন সম্পাদক ও আজিজুলকে সাংগঠনিক সম্পাদক করে পোড়াদহ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।

সম্মেলনের উদ্বোধন করেন, মিরপুর উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুজ্জামান শাহীন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হক, উপজেলা বিএনপি’র সদস্য সচিব রহমত আলী রব্বান, পৌর বিএনপি’র আহবায়ক আব্দুর রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব আলম হারছেন, এনামুল হক বাবু, আবজাল হোসেন, নুরে আল আমিন বুলবুল, বিল্লাল হোসেন, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, পৌর বিএনপি’র সদস্য সচিব আজাদুর রহমান আজাদ বিশ্বাস, ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি খন্দকার টিপু সুলতান প্রমুখ। এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ২:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins