নিজস্ব প্রতিবেদক: | শনিবার, ২৬ নভেম্বর ২০২২ | পড়া হয়েছে 122 বার
সমাজসেবায় নিয়োজিত পেট্রোরি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন দেশের মূল্যবান ও বলিষ্ঠ সম্পদ ছাত্রসমাজের কল্যাণের লক্ষ্যে আসছে ১ ডিসেম্বর ২০২২ তারিখ বৃহস্পতিবার সকাল ৯টায় বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাঙ্গণে আয়োজন করতে যাচ্ছে “পেট্রোরি সেমিনার ২০২২” শীর্ষক ‘ক্যারিয়ার গঠনে জনহিতকর কর্মকান্ডে ছাত্রসমাজের সক্রিয় অংশগ্রহণ : সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক একটি আলোচনা সভা।
পেট্রোরি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন পিটিএন. শাহনুর আলম -এর সভাপতিত্বে সেমিনারটিতে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উক্ত সভায় উপস্থিত থাকবেন বাংলাদেশ ইন্সটিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট এর সিনিয়র ফ্যাকাল্টি ড. মূহঃ আব্দুর রহীম খান, বরিশালের অতিরিক্ত উপ-মহা পুলিশ পরিদর্শক ড. এ.কে.এম. ইকবাল হোসেন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী এবং বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের
অধ্যক্ষ মোঃ খলিল উদ্দিন।
আলোচনা সভাটি দুটো অধিবেশনে অনুষ্ঠিত হবে। পেট্রোরি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর যাত্রাকাল থেকে এটি হতে যাচ্ছে সর্ববৃহৎ সেমিনার। আনন্দঘন এই দিনটিকে স্মরণীয় করতে দেশের বিভিন্ন প্রান্তের তরুণ স্বেচ্ছাসেবীরা মিলিত হতে যাচ্ছে। সম্মানিত অতিথিবৃন্দের তথ্যবহুল বক্তব্য তরুণদের ক্যারিয়ার গঠনে সহায়তা করবে।
এছাড়াও পেট্রোরি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর সক্রিয় স্বেচ্ছাসেবীদের সাথে নেটওয়ার্কিং তৈরির পাশাপাশি ভবিষ্যতে পেট্রোরি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর অভিনব কর্মকান্ডের সাথে যুক্ত হবার সুযোগ তৈরি করতে সেমিনারটি সহায়তা করবে।
পেট্রোরি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আশা করছে সেমিনারটি দেশের ছাত্রসমাজের ক্যারিয়ার গঠনে ইতিবাচক ভূমিকা পালন করবে।
পেট্রোজুনিয়র কাশফিয়া ফারুক
সাব-কমিটি সদস্য,
শিক্ষা, গবেষণা ও কন্টেন্ট রাইটিং বিভাগ,
ইউবিডি জেনারেল বোর্ড ২০২২-২০২৩,
পেট্রোরি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।
বাংলাদেশ সময়: ১১:৫২ অপরাহ্ণ | শনিবার, ২৬ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel