
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০২ জুন ২০২৫ | প্রিন্ট
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় গঠিত হলো পেট্রোরি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি। তরুণ নেতৃত্ব, সচেতনতা এবং আত্মোন্নয়নের অঙ্গীকার নিয়ে এই কমিটি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের পথে উপজেলা পর্যায়ে কার্যক্রম পরিচালনা করবে।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে সভাপতির (আহ্বায়ক) দায়িত্ব পেয়েছেন মো. আশিকুর রহমান। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোছাঃ খুশী আক্তার এবং কোষাধ্যক্ষের দায়িত্বে রয়েছেন মো: রুকন মিয়া।
এই কমিটির মাধ্যমে পেট্রোরি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন তার দেওয়ানগঞ্জ উপজেলাভিত্তিক সাংগঠনিক কাঠামোকে সক্রিয়ভাবে বিস্তৃত করতে চায়। সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছে, এই আহ্বায়ক কমিটি স্থানীয় পর্যায়ে সাংগঠনিক অবকাঠামো গঠনের পাশাপাশি, ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি গ্রহণ করবে।
পেট্রোরি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন একটি আত্মোন্নয়নমুখী প্ল্যাটফর্ম, যা তরুণদের নেতৃত্বগুণ, দায়িত্ববোধ এবং সামাজিক অংশগ্রহণ বিকাশে কাজ করে যাচ্ছে। সংগঠনটি জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) বাস্তবায়নের অংশ হিসেবে তরুণদের সক্রিয় ও গঠনমূলক সম্পৃক্ততা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
কমিটির নেতৃবৃন্দ আশাবাদী যে, দেওয়ানগঞ্জের তরুণ সমাজের মধ্যে ইতিবাচক নেতৃত্ব, সম্মিলিত উদ্যোগ এবং সচেতনতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।
Posted ৬:৩৫ অপরাহ্ণ | সোমবার, ০২ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।