টি,এম,এ হাসান, সিরাজগঞ্জ: | বুধবার, ২৮ এপ্রিল ২০২১ | প্রিন্ট
জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে জেলা পুষ্টি সমন্বয় কমিটি সিরাজগঞ্জের উদ্যোগে জেলার সদর উপজেলার বহুলী ইউনিয়নে অবস্থিত ইছামতি আশ্রয়ণে বসবাসরত ১শ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকালে অসহায়দের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর প্যাকেজ সমৃদ্ধ খাদ্য সামগ্রীর মাঝে ছিলো ৫কেজি চাল, হাফ লিটার সয়াবিন তেল, ২কেজি আলু, ১কেজি লবণ, হাফ কেজি ছোলা, ১কেজি পেঁয়াজ ও হাফ কেজি মসুর ডাল। এছাড়াও এসময় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে প্রত্যেককে এক প্যাকেট করে মাস্কও দেয়া হয়। সিরাজগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ’র সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ রামপদ রায়। এছাড়াও অনুষ্ঠানে ডেপুটি সিভিল সার্জনসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ১০:৫৩ অপরাহ্ণ | বুধবার, ২৮ এপ্রিল ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।