বৃহস্পতিবার ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

>>

পুষ্টি ও সচেতনতায় গাকৃবির বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর জেলা প্রতিনিধি   |   সোমবার, ০২ জুন ২০২৫   |   প্রিন্ট

পুষ্টি ও সচেতনতায় গাকৃবির বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন

“দুধের অপার শক্তিতে, মেতে উঠি এক সাথে” স্লোগানকে ধারণ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দুধের পুষ্টিগুণ, খাদ্য নিরাপত্তায় এর গুরুত্ব, খামারিদের যথাযথ সম্মান প্রদর্শন এবং ডেইরি শিল্পের অর্থনৈতিক ভূমিকা তুলে ধরতেই এই বিশেষ দিনের আয়োজন। এ দিবসকে ঘিরে দিনব্যাপী কর্মসূচিতে ছিল র‍্যালি, পোস্টার প্রদর্শনী, আলোচনা সভা এবং সচেতনতামূলক সেশন। এ উপলক্ষে গতকাল রবিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত গাজীপুরের কাউলতিয়ায় অবস্থিত ‘টেকনোলজি ভিলেজ’ এর উদ্দেশ্যে যাত্রা শুরু করা হয়। পরে সেখানে প্রাইমারী শিক্ষার্থীদের মিল্ক ফিডিং এবং বিনামূল্যে খামারিদের দুধের গুণাগুণ পরীক্ষা করা হয়। এ দিবসকে উৎসবমূখর করে তুলতে বিকাল ৩টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে ভেটেরিনারি মেডিসিন এন্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণের বৃহৎ অংশগ্রহণে একটি বর্ণিল র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি ভেটেরিনারি অনুষদীয় কমপ্লেক্স থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় পরিভ্রমণ করে প্রশাসনিক ভবন চত্বরে গিয়ে শেষ হয়। পরে ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদ (এফভিএমএএস) এবং বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রম এর যৌথ আয়োজনে এবং এলডিডিপি এর সৌজন্যে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে এ দুগ্ধ দিবসের উপর একটি তাৎপর্যপূর্ণ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এফভিএমএএস এর ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ। আলোচনাসভায় গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভাকে আরো প্রাণবন্ত করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে গাকৃবির উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক এবং গেস্ট অব অনার হিসেবে বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন এর কনভেনর ড. সফিউল আহাদ সরদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, প্রভোস্ট ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন। অনুষ্ঠানে অনুষদীয় শিক্ষার্থী রায়হান আহমেদ প্রান্ত ও জয়শ্রী ঘোষ অর্পিতা তাদের বক্তব্যে ভেটেরিনারি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেন। তারা দুধের পুষ্টিগুণ, খামার পর্যায়ে সঠিক ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ তুলে ধরে বাংলাদেশের দুগ্ধ চাহিদা পূরণে সক্রিয় ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এরপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেইরি অ্যান্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোঃ মোর্শেদুর রহমান।

তিনি দুধকে “দুধের চেয়েও বেশি কিছু” হিসেবে আখ্যা দিয়ে এর সামাজিক, ঐতিহাসিক ও বৈজ্ঞানিক গুরুত্ব গভীরভাবে বিশ্লেষণ করেন। তাঁর উপস্থাপনায় দুধের উৎপত্তি, ঐতিহ্য, পুষ্টিগুণ ও তাৎপর্য চিত্রসহ তথ্যনির্ভরভাবে তুলে ধরা হয়। তিনি দুধের ঔষধি গুণ, খাদ্য নিরাপত্তায় এর অবদান এবং গাকৃবির এফভিএমএএস অনুষদে স্থাপিত বিশ্বমানের ল্যাব ও গবেষণার কথা উল্লেখ করেন। পাশাপাশি, পরিবেশবান্ধব টেকসই দুগ্ধ উৎপাদনে “ডেইরি নেট জিরো” উদ্যোগের প্রসঙ্গও তুলে ধরেন। পরে অনুষ্ঠানে ড. আহাদ সরদার দুধের পুষ্টিগুণ, নিরাপদ দুগ্ধ উৎপাদন, দেশের দুগ্ধ শিল্পের সম্ভাবনা এবং এর অর্থনৈতিক গুরুত্ব নিয়ে বক্তব্য দেন। সেমিনারের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান গবেষণা ও দেশের অর্থনৈতিক ক্ষেত্রে দুগ্ধ শিল্পের গুরুত্বের উপর আলোকপাত করে বক্তব্য প্রদান করেন। উপাচার্য বলেন, “দুধ শুধু একটি খাদ্য নয়, এটি একটি সম্পূর্ণ পুষ্টির উৎস। আমাদের দেশের পুষ্টি পরিস্থিতি বিবেচনায় আমরা দেখছি, এখনো বহু মানুষ অপুষ্টিতে ভুগছে।

দুধের সাশ্রয়ী ও সহজলভ্যতা এই সমস্যার একটি টেকসই সমাধান হতে পারে।” উপাচার্য আরো বলেন, “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় একটি গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। আমরা দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি, গবাদিপশুর উন্নত জাত এবং দুগ্ধ ব্যবস্থাপনার বৈজ্ঞানিক পদ্ধতি চালুর মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।” এছাড়া গাকৃবির শিক্ষার্থীদের মধ্যে দুগ্ধ খাত নিয়ে গবেষণার আগ্রহ সৃষ্টি এবং এর মাধ্যমে নতুন উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরির সুযোগ তৈরি করার লক্ষ্যে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে একটি মহতী দিবসের সমাপ্তি ঘটে। উল্লেখ্য, ২০০১ সাল থেকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) দিবসটি উদযাপন করে আসছে।

Facebook Comments Box

Posted ৬:২৬ অপরাহ্ণ | সোমবার, ০২ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins