
মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ, রাজশাহী : | শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
রোজ শনিবার ১ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখ সকাল ১১ টায় শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে অভিভাবক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান।
আরএমপি পুলিশ কমিশনার প্রাথমিক শাখার প্রথম শ্রেণির জন্য আকর্ষণীয় ও শিক্ষার্থী-বান্ধব শ্রেণিকক্ষের উদ্বোধন করেন যা শিশুদের শেখার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক ও কার্যকর করে তুলবে বলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে আরএমপি পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পরিবহন সুবিধা বাড়াতে স্কুল বাসের উদ্বোধন করেন।
অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন মো: সফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। এসময় আরও উপস্থিত ছিলেন আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো: নাসির উদ্দিন যুবায়ের,আরএমপি (স্টাফ অফিসার) এসি আল আসাদ সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রতিষ্ঠানটির শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। আরএমপি পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান শিক্ষার গুণগত মান্নোয়নে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
Posted ৫:০৭ অপরাহ্ণ | শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।