
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | শুক্রবার, ২০ জুন ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর মনোহরদী উপজেলা ও পৌরসভা কৃষকদলের উদ্যোগে পুরাতন ব্রহ্মপুত্র নদের সিঙ্গুয়া-মৌলভীবাজার ফেরিঘাট অংশে কচুরিপানা অপসারণ করা হয়েছে।
এই উদ্যোগের নেতৃত্ব দেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ মো. শাহাদত হোসেন বিপ্লব।
কর্মসূচিতে স্থানীয় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কচুরিপানায় নদীটির প্রবাহ বিঘ্নিত হওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে দুর্ভোগ দেখা দেয়। সেই সমস্যা নিরসনে এ কর্মযজ্ঞ চালানো হয়।
কৃষিবিদ মো. শাহাদত হোসেন বিপ্লব বলেন, নদী এই এলাকার জীবনরেখা। মানুষের দুর্ভোগ লাঘব ও পরিবেশ রক্ষায় আমরা এ কার্যক্রম হাতে নিয়েছি। জনগণের পাশে থাকতে কৃষকদল ও দলের অন্যান্য সংগঠন সবসময় প্রস্তুত।
দীর্ঘদিন ধরে অবহেলায় নদীটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। দলীয় নেতাকর্মীদের এমন উদ্যোগে তারা আনন্দিত ও আশাবাদী।
নেতৃবৃন্দ জানান, নদী ও পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
Posted ৬:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ২০ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।