পিরোজপুর থেকে শফিকুল ইসলাম | শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
পিরোজপুরে অস্ত্র কেনা বেচার সময় একটি একনালা বন্ধুক ও দুই রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী পলাশ শিকদার (৩২) কে আটক করেছে জেলা গোয়েন্দাশাখা (ডিবি) পুলিশ।
জানা গেছে আটককৃত পলাশ সিকদার জেলার সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের পশ্চিম চালিতাখালী গ্রামের আফজাল শিকদারের ছেলে।
শনিবার ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জেলা গোয়েন্দাশাখা (ডিবি) পুলিশের পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ জাকারিয়া গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুুলিশ পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন ও তার সঙ্গীয় ফোর্সসহ জেলার সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের পশ্চিম চালিতাখালী গ্রামে অভিযান চালিয়ে আফজাল শিকদারের নিজ বাড়ীর সামনের বাগান থেকে পলাশ সিকদারকে অস্ত্র ক্রয়-বিক্রয়ের সময় অস্ত্রসহ আটক করে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র বিক্রী করার সময় অস্ত্র ব্যবাসায়ী পলাশ শিকদার নামের এক ব্যক্তিকে একনালা ১টি বন্দুক ও ২ রাউন্ড গুলিসহ আটক করি। তাহার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ১১:২৮ অপরাহ্ণ | শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।