আল মাসুদ লিটন, জামালপুর | সোমবার, ১২ জুলাই ২০২১ | প্রিন্ট
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জামালপুরে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করার মহতি উদ্যোগ গ্রহন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), জামালপুর। ১২ জুলাই সোমবার থেকে করোনায় আক্রান্ত রোগীদের জন্য এ কার্যক্রম চালু হয়েছে বলে জানা গেছে। পিবিআই, জামালপুরের অফিস সুত্রে জানা যায়- জামালপুরে দিন দিন করোনা রোগী বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে করোনা রোগীদের অক্সিজেন সিলিন্ডার বিতরণের উদ্যোগ গ্রহন করেছেন পিবিআই জামালপুরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিবিআই, জামালপুরে করোনা ভাইরাসে আক্রান্ত দরিদ্র ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করতে দুইটা হটলাইন নাম্বারের ব্যবস্থা রেখেছেন। নাম্বার দুটি হলো- ০১৩২০-০২৯৩১০ অথবা ০১৩২০-০২৯৩২৮। এই নাম্বার দুটিতে যাদের অক্সিজেন সিলিন্ডার কেনার ক্ষমতা নেই অসহায় তারা যোগাযোগ করতে পারবেন
Posted ৫:৫৬ অপরাহ্ণ | সোমবার, ১২ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।