পাবনা প্রতিনিধি | শুক্রবার, ২১ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
: পাবনা শহরের রূপকথা সড়কের খাবার হোটেল ও রেস্তরায় জেলা প্রশাসনের উদ্যোগে ভেজাল বিরোধী, পরিস্কার পরিচ্ছনতা ও বাজার তদারকীমূলক ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (২০’ জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা আখতার এর নেতৃত্বে ভ্রাম্যমান অভিযানে অংশগ্রহন করেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারি পরিচালক জহিরুল ইসলাম, সিনিয়র জেলা বাজার কর্মকর্তা রবিউল ইসলাম, কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভি’র স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, জেলা কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি এফ এম হুমায়ুন কবীর খোকন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাট্রিজ’র পরিচালক মেরাজুল ইসলাম, জেলা রেস্তরা মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাচ্চু প্রমুখ। এ সময় অভিযানে শহরের রূপকথা সড়কের খাবার হোটেল ও রেস্তরার রান্নাঘরে প্রবেশ করে খাদ্যদ্রব্যে ভেজাল বিরোধী, পরিস্কার পরিচ্ছনতা বিষয়ে তদারকি, সড়কের উপরে বসানো ফুটপাত দখলকারী রান্নাঘর স্থাপনা উচ্ছেদ, ফ্রিজে রাখা খাদ্য সামগ্রীর গুণগত মান, মেয়াদ, রান্না করা খাদ্য সামগ্রীর স্বাস্থ্যগত বিষয়েও তদারকি ও সচেতন করা হয়। পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা আখতার অভিযান বিষয়ে বলেন, আগামী ৩০ দিনের মধ্যে ফুটপাত দখলকারী রান্নাঘর অপসারণসহ সরকারি বিধি মোতাবেক হোটেল ও রেস্তরা না চালালে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে জেল জরিমান অর্থদন্ড প্রদান করা হবে। তিনি আরও বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে। একই দিন দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইন’২০০৯ বিষয়ে পাবনা জেলা স্কুলের শিক্ষার্থীদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। জামিল হোসেন পাবনা
Posted ১০:২০ অপরাহ্ণ | শুক্রবার, ২১ জানুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।