মঙ্গলবার ২৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

>>

পাবনা জেলা পুলিশের মাস্টার প্যারেড , মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী   |   বুধবার, ২২ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট

পাবনা জেলা পুলিশের মাস্টার প্যারেড , মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রোজ বুধবার ২২ জানুয়ারি , ২০২৫ ইং তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় পাবনা জেলা পুলিশের মাস্টার প্যারেড,কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানটি পাবনা জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন,পাবনা জেলা পুলিশ সুপার জনাব, মোঃ মোরতোজা আলি খাঁন।
অনুষ্ঠানে জেলা পুলিশের সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যগণ মাস্টার প্যারেডে অংশগ্রহণ করেন,উক্ত প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার জনাব, মোর্তজা আলী খাঁন। প্যারেড পরিদর্শন শেষে পাবনা জেলা পুলিশ সুপার অংশগ্রহণকারী সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং তিনি জেলা পুলিশের সকল সদস্যদেরকে ডিসিপ্লিন মেনে পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালনে ব্রতী হওয়ার জন্য আহ্বান জানান।
মাস্টার প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন, জনাব,মো: আবুল কালাম আজাদ অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল )।
এরপরে, সকাল ১০.৩০ ঘটিকায় পুলিশ লাইন্স শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিগত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণমূলক প্রস্তাবসমূহ অনুমোদনক্রমে বাস্তবায়ন করা হয় এবং একই সাথে অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা করেন পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলি খাঁন।
দুপুর ১২.৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়, অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে আলোচনা করা হয়। জেলার আইন শৃঙ্খলা সংক্রান্তে পুলিশ সুপার জনাব, মোর্তজা আলী খাঁন উপস্থিত জেলার সকল সিনিয়র কর্মকর্তা, অফিসার ইনচার্জগন, তদন্ত কেন্দ্র / ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জগনকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।এবং পিআরএল গমন কারি পাঁচ জন সদস্যকে ক্রেস্ট এবং জায়নামাজ দিয়ে সম্মাননা প্রদান করেন।
উক্ত আলোচনা অনুষ্ঠানে পাবনা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল থানার অফিসার ইনচার্জগন ও অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৮:৫৬ অপরাহ্ণ | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins