
অনলাইন ডেস্ক | শনিবার, ১০ জুলাই ২০২১ | পড়া হয়েছে 119 বার
জামিল হোসেন, পাবনা প্রতিনিধি :
পাবনায় গোয়েন্দা পুলিশের অভিযানে ৬ জুয়ারীকে গ্রেফতার করা হয়। পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান এর নির্দেশনায় জেলা গোয়েন্দা (ডিবি) শাখা’র ওসি আব্দুল হান্নান এর নেতৃত্বে একটি টিম শনিবার (১০’জুলাই) পাবনা সদরের গয়েশপুর মুনতাজের মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে এ সময় মো. সিরাজুল ইসলাম সিরাই নামের ব্যাক্তির বন্ধ করা দোকান ঘরের ভেতরে বসে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ৬ জুয়ারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো সদর উপজেলার জালালপুর বাগচিপাড়া এলাকার মৃত ময়েজ আলী খাঁর ছেলে মো. সাকাত আলী খাঁ (৫০), একই উপজেলার বাবুল চরা এলাকার মৃত আনার আলী মোল্লা’র ছেলে মো. ইয়াকুব আলী (৪৭), মৃত হাচেন আলী খাঁ’র ছেলে মো. সিরাজুল ইসলাম খাঁ ওরফে সিরাই (৪৫), মো. আলাউদ্দিন ফকিরের ছেলে মো. আরিফুল ইসলাম (৩৩), ধোপকোলা এলাকার মৃত আব্দুল হামিদ শেখ’র ছেলে মো. আব্দুল আলীম (৫০), ও একই এলাকার মো. আব্দুল হাকিম উদ্দিনের ছেলে মো. রইচ উদ্দিন (৪০)। এ সময় তাদের নিকট থেকে জুয়ার আসরের নগদ ২১ হাজার ৬শ ৫০ টাকা ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি জুয়ার মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১০:১০ অপরাহ্ণ | শনিবার, ১০ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel