
জামিল হোসেন, পাবনা | বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১ | পড়া হয়েছে 33 বার
ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উদযাপন করল পাবনা জেলা আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ জেলার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে নিয়ে বর্ণাঢ্য র্যালী, কেক কাটা, বেলুন উড়ানো, বৃক্ষরোপন, আলোচনা সভাসহ নানা কর্মসুচী পালন করা হয়। দুপুর ১২ টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্ত¡র থেকে বিশাল র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে। র্যালী শেষে ৭৫ পাউন্ডের কেক কাটা হয়। রাতে সার্কিট হাউজে আতশবাজি করা হয়। স্বাধীনতা চত্ত¡রে জেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, শামসুল হক টুকু এমপি, নাদিরা ইয়াসমিন জলি এমপি, জেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, চন্দন কুমার চক্রবর্তী, আব্দুল হামিদ মাষ্টার, মোশারোফ হোসেন, কামিল হোসেন, বেলায়েত আলী বিল্লু, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, আবু ইসহাক শামীম, বিজয় ভুষন রায়, লিয়াকত তালুকদার, সরদার মিঠু আহমেদ, শাওয়াল বিশ্বাস, তসলিম হাসান সুমন, শাজাহান মামুন, সোহেল হাসান শাহীন, জেলা যুবলীগ নেতা আলী মতুর্জা বিশ্বাস সনি, শিবলী সাদিক, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুন নাহার রেখা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু, জেলা মহিলা যুবলীগের সভাপতি এ্যাড. আরেফা খানম শেফালী, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রকিব হাসান টিপু প্রমূখ। সাথিয়া পৌর মেয়রের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মবাষিকী উপলক্ষে ইছামতি নদীতে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে বেড়ায় কেন্দ্রিয় যুবলীগ নেতা আশিফ শামস রঞ্জন এর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন এ্যাড. শামসুল হক টুকু এমপি, কেন্দ্রিয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য মাজহারুল ইসলাম মানিক, সাথিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল্লা আল মাহমুদ দেলোয়ার, পৌর মেয়র আলম বাচ্চু সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের নেতাকর্মীগণ।
বাংলাদেশ সময়: ১২:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel