জামিল হোসেন পাবনা | বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
পাবনা ক্যাডেট কলেজের ৩৮তম আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বুধবার (২৯’ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএ-৩৫০১ মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম এনডিসি, পিএসসি, জিওসি এবং এরিয়া কমান্ডার, লজিস্টিক্স এরিয়া, ঢাকা। ক্রীড়া প্রতিযোগিতায় ২১৩ পয়েন্ট পেয়ে সিরাজ হাউস চ্যাম্পিয়ান, ১৮৫ পয়েন্ট পেয়ে তিতুমীর হাউস রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। জুনিয়র গ্রæপে ক্যাডেট নং ২১৯৯ ক্যাডেট উৎস এবং সিনিয়র গ্রæপে ক্যাডেট নং ২১৪৪ ক্যাডেট তানভীর ব্যক্তিগতভাবে শ্রেষ্ঠ ক্রীড়াবিদের মর্যাদা লাভ করে। ২০২১ সালে সার্বিকভাবে চ্যাম্পিয়ন হয় সিরাজী হাউস এবং সার্বিকভাবে রানার-আপ হয় ভাসানী হাউস। ২৬ ডিসেম্বর ২০২১ খ্রি. প্রতিযোগিতা শুরু হয় এবং প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও দ্বিতীয় দিন শেষে পুরস্কার বিতরণ করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আবদুল কবীর ।
Posted ২:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।